Header Ads

লামডিং-নিউহাফলং ব্রডগেজ রেলপথ পরিদর্শনে আসছেন কমিশনার অব রেলওয়ে সেফটি


   বিপ্লব দেব, হাফলংঃ কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক শুক্রবার লামডিং-নিউহাফলং ব্রডগেজ রেলপথ পরিদর্শনে আসছেন। শুক্রবার এলজি স্প্যাসাল ট্রেনে মালিগাঁও থেকে লামডিং হয়ে নিউহাফলং আসবেন। সঙ্গে থাকবেন উত্তর পূর্ব সীমান্ত রেলের ওপেন লাইন শাখার জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় সহ রেলের শীর্ষ অফিসাররা। শুক্রবার কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠক বিশেষ করে লামডিং থেকে নিউহাফলং সেকশনের দাওটুহাজা থেকে মাইগ্রেনডিসা পর্যন্ত অংশে যাত্রীবাহী ট্রেন চলাচলের গতিবেগ পরীক্ষা করে দেখবেন। রেলসূত্রে জানা গিয়েছে দাওটুহাজা থেকে লামডিং পর্যন্ত যাত্রীবাহী ট্রেন গুলি বর্তমানে ৭০ কিলোমিটার গতিবেগে চলাচল করছে। এবার ওই অংশে যাত্রীবাহী ট্রেন চলাচলের গতিবেগ ৭০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৯০ কিলোমিটার গতিবেগ করা হবে। আগামী কমিশনার অব রেলওয়ে সেফটি  দাওটুহাজা থেকে লামডিং পর্যন্ত গতিবেগ পরীক্ষা করার পরই ওই অংশে যাত্রীবাহী ট্রেন গুলি ৯০ কিলোমিটার গতিবেগে চলাচল করতে পারবে কিনা এনিয়ে সবুজ সঙ্কেত দিতে পারেন বলে রেলসূত্রে জানা গিয়েছে। শুক্রবার দুপুরের মধ্যেই কমিশনার অব রেলওয়ে সেফটি শৈলেশ কুমার পাঠকের নিউহাফলং পৌঁছনোর কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.