Header Ads

ওড়িশার উপকূলে আছড়ে পড়ল প্ৰবল শক্তিশালী ঘূৰ্ণীঝড় ফণী





নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ  ওড়িশার উপকূলে আছড়ে পড়ল ফণী। সকাল ৯ টায় আছড়ে পড়ে ঘূৰ্ণীঝড় ফণী। আবহাওয়া দফতর যে নিৰ্দিষ্ট পূৰ্বাভাস দিয়েছে তার পাঁচ থেকে ছ’ ঘন্টা আগেই আছড়ে পড়ল প্ৰবল শক্তিশালী ঘূৰ্ণীঝড় ফণী। ফণী ১৯৫ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে। সৰ্বোচ্চ গতি ঘন্টায় ২১০ কিলোমিটার।  রাত থেকে বিদ্যুৎহীন ওড়িশার ১১টি জেলা। ঘূৰ্ণীঝড়ে ক্ষতিগ্ৰস্ত হয়েছে গঞ্জাম গ্ৰাম। ঝড়ে লণ্ডভণ্ড ওড়িশার বিস্তীৰ্ণ অঞ্চল। বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরীর জগন্নাথ মন্দির। ঝড়ে অপ্ৰীতিকর পরিস্থিতি সামলাতে প্ৰস্তুত রয়েছে ওড়িশা প্ৰশাসন। বৃহস্পতিবার রাত থেকেই পশ্চিমবঙ্গ, অসমে বৃষ্টিপাত শুরু হয়েছে। ফণীর প্ৰভাবে পশ্চিমবঙ্গের  পূৰ্বমেদিনীপুরের বেশ কিছু জায়গায় ক্ষতি হয়েছে, উপড়ে গিয়েছে গাছ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হলদিয়া, দীঘায় ঝোড়ো হাওয়া বইছে। ঘূৰ্ণীঝড় ফণী ওড়িশার উপকূলে তটরেখা ধরে পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যাবে।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.