Header Ads

দ্বাদশ শ্রেণীর সিবিএসই চূড়ান্ত পরীক্ষায় শীর্ষ স্থান লাভ করল হংসিকা আর কারিশমা

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরিক্ষায় ৪৯৯ নম্বর নিয়ে প্রথম স্থান লাভ করল দুজন ছাত্রী। বৃহস্পতিবার ঘোষণা করা হয় সিবিএসই  দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল। এতে প্রথম স্থান লাভ করে দুই ছাত্রী যথাক্রমে হংসিকা শুক্লা ও কারিশমা আরোরা। প্রথম স্থান লাভ করা দুজন ছাত্রী উত্তর প্রদেশের।
সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, পাশের হারে সবচেয়ে এগিয়ে কেরলের তিরুবনন্তপুরম। এরপর যথাক্রমে চেন্নাই ও দিল্লি ।  ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থান লাভ করেছে গাজিয়াবাদের মেরঠ রোডের ভিপিএসের ছাত্রী হংসিকা শুক্লা । অন্যদিকে করিশমাও লাভ করেছে মোট ৪৯৯ নম্বর । করিশমা উত্তর প্রদেশের মুজাফফরনগরে এসভি পাবলিক স্কুলের ছাত্রী।  রেজাল্ট সিবিএসইর ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবার দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণদের পাশের হার ৮৩.৪%। এর মধ্যে ছাত্রীদের উত্তীর্ণের হার 88.70 ও ছাত্রদের উত্তীর্ণর হার ৭৯,৪ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.