Header Ads

ফণী-র জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের বহু ট্রেন বাতিল

দেবযানী পাটিকর, গুয়াহাটি: বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া দুরন্ত ঘুর্নি ঝড় ফণীর জন্য রাজ্য জুড়ে জারি করা হয়েছে হাই এলার্ট। সতর্ক করে দেয়া হয়েছে প্রত্যেকটি জেলায় শাসককে । বৃহস্পতিবার মাঝরাতে থেকে ৫ মে পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত রাজ্যে ব্যাপক হারে প্রভাব পড়বে ফণীর। প্রচণ্ড ঝড় বৃষ্টির আশংকা করা হচ্ছে অসম সহ সমগ্র উত্তর পূৰ্বাঞ্চলে। ফণীর জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে রেল যাত্রা তে এখনও বিশেষ কোনও প্রভাব যদিও পড়েনি তবে সমগ্র পরিস্থিতির ওপর দৃষ্টি রেখে চলেছেন রেল কর্তৃপক্ষ । প্রাকৃতিক পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে দক্ষিণ ভারতে চলাচল করার এর যাত্রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ । অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ,পশ্চিমবঙ্গে চলতে পারে সাগরীয় ঝড়.। ক্ষতিগ্রস্ত হতে পারে গৃহ ,বিদ্যুৎ সংযোগ,দূর সংযোগ ও রেলপথ সহ অন্যান্য রাস্তাঘাট। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনকে বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করানো হচ্ছে । বৃহস্পতিবার থেকে বাতিল করা তিনটি ট্রেন হলো তিরুবন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস ,গুয়াহাটি সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস। এর সাথে সেকেন্দ্রাবাদ গুয়াহাটি এক্সপ্রেস যা কিনা রবিবারে রওনা হওয়ার কথা ছিল বাতিল করা হয়েছে। সেকেন্দ্রাবাদ গুয়াহাটি এক্সপ্রেস রবিবারে রওয়ানা হওয়ার কথা ছিল বাতিল করা হয়েছে। ডিব্রুগড় তাম্বারাম এক্সপ্রেস রবিবারে রওয়ানা হওয়ার কথা ছিল বাতিল করা হয়েছে। তিরুবন্তপুরম সেন্ট্রাল শিলচর এক্সপ্রেস যা কিনা মঙ্গলবার রওনা হওয়ার কথা ছিল বাতিল করা হয়েছে।
কিছু ট্রেনকে বিকল্প রুটে চালানো হচ্ছে ।পুরী ও কামাখ্যার মধ্যে চলাচল করা পুরী কামাখ্যা এক্সপ্রেস শনিবারে রওনা হওয়ার কথা ছিল বাতিল করা হয়েছে । কামাখ্যা এবং সেকেন্দ্রাবাদ এর মধ্যে চলাচল করা কামাখ্যা সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন সোমবারে রওনা হওয়ার কথা ছিল বাতিল করা হয়েছে ।সেকেন্দ্রাবাদ এবং কামাখ্যা মাঝে চলাচল করা সেকেন্দ্রাবাদ কামাখ্যা স্পেশাল ট্রেন  শুক্রবার রওনা হওয়ার কথা ছিল বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে রেলের উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ অধিকারিক নৃপেন ভট্টাচার্য বলেন- যাত্রী সুরক্ষার দিকে লক্ষ্য রেখে কিছু- কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে ও কিছু ট্রেনকে বিকল্প পথে চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.