Header Ads

কবি প্রণাম ও বর্ষবরণ বরাক বঙ্গের

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ বুধবার বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ও কবিপ্রণাম পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বদরপুর আঞ্চলিক সমিতি। বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মদিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ও কবি নজরুলের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। বিকন জুনিয়র কলেজে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করেন সমিতির উপদেষ্টা গুরুনন্দন ঘোষ, সভাপতি দয়াল চন্দ্র সরকার, অধ্যাপক  অরুণ সেন, অধ্যাপক ড. অর্জুন দেবনাথ,  সম্পাদক সুব্রত ঘোষ,পীযুষ দাস, আব্দুল মান্নান মাঝারভূইয়া, হরপ্রসাদ কর্মকার, সীমা ঘোষ প্রমুখ। সভাপতি দয়াল চন্দ্র সরকারের স্বাগতিক ভাষণের পর বাংলা ভাষা ও আমাদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন নবীনচন্দ্র কলেজের অধ্যাপক অরুণ কুমার সেন, অধ্যাপক ড. অর্জুন দেবনাথ, সম্পাদক সুব্রত ঘোষ, আব্দুল মান্নান মাঝারভূইয়া, অশোক জ্যোতি প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন প্রিয়ঙ্কর দে,  ঋতিকা সেন, গৌরী সরকার, অনির্বাণ জ্যোতি, বিশ্বায়ন ভট্টাচার্য, হরপ্রসাদ কর্মকার, সুমন রঞ্জন সেন প্রমুখ। সংগীত পরিবেশন করেন অঞ্জনা পোদ্দার, বর্ণিমা ধর, পূজা আচার্য, অনন্যা সেন, হিমা ধর, অর্পিতা সিংহ, বিশ্ববিকাশ  ভট্টাচার্য, বিশ্বরাজ ভট্টাচার্য,  রাজ্যেশ্বরী ভট্টাচার্য প্রমুখ। তবলায় সহযোগিতা করেন প্রিয়ঙ্কর দে। নৃত্য পরিবেশন করে গুঞ্জন দত্ত, অপ্সরা সিংহ, রাজ্যেশ্বরী ভট্টাচার্য, অর্পিতা সিংহ, দেবশ্রীতি সাহা, সুপ্রীতি দাস, সুকান্ত রচনায় নৃত্য পরিবেশন করে পল্লবী দত্ত ও ছন্দা দেব। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত ঘোষ। সহযোগিতা করেন সাহিত্য সম্পাদক সেলিম আহমেদ খান, পঙ্কজ দেবরায়, বলরাম পাল, সংহিতা ঘোষ ও সীমা ঘোষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.