Header Ads

দীপর বিলে প্রদূষণ সৃষ্টি করা ডাম্পিং গ্রাউন্ড শীঘ্রই স্থানান্তরিত করা হবে।



নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি। রাজ্যের একমাত্র পক্ষী অভয়ারণ্য হিসেবে খ্যাত দীপর বিল।এই বিলে রয়েছে ১২০প্রকারের  প্রজাতির পাখি । বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা শীতের শুরুতে চলে আসে দীপর বিলে।বিলের আশেপাশের গাছে বাসা বাঁধে। এই দীপর বিলের সামনে পশ্চিম বরাগাওতে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড ।বিলের সমীপে থাকা গুয়াহাটির আবর্জনা ফেলার এই  ডাম্পিং গ্রাউন্ড খুব শীঘ্রই অন্য স্থানে স্থানান্তর করা হবে ।এই ডাম্পিং গ্রাউন্ড এর জন্য দীপর বিলের প্রাকৃতিক সৌন্দর্য ,পরিবেশ ও জৈব বৈচিত্র নষ্ট হয়ে যাচ্ছে।  রাষ্ট্রীয় সবুজ ন্যাধিয়াকারণ গুয়াহাটি পৌর নিগমকে আগামী দুই মাসের মধ্যে  আবর্জনা ফেলার এই ডাম্পিং গ্রাউন্ডকে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে।
রাষ্ট্রীয় সবুজ ন্যায়াধিকরণ বর্তমান স্থান থেকে থেকে চন্দ্রপুর অঞ্চলে পরবর্তী দু মাসের ভিতরে  স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে রাস্ট্রীয় সবুজ ন্যায়াধিকরণ এই নির্দেশ গুয়াহাটি পৌর নিগমকে  আগামী জুলাই মাসের ভিতর বর্তমানের পশ্চিম বরাগাও থেকে চন্দ্রপুরের প্রস্তাবিত স্থানে নিয়ে যাবার পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে।ইতিমধ্যে অনেক পরিবেশবিদ ও সামাজিক কর্মীরা ডাম্পিং গ্রাউন্ডে  আবর্জনা ফেলার জন্য  সৃষ্টি হওয়া প্রদূষণ ও জৈব বৈচিত্র অস্তিত্বের সংকটে পড়ার জন্য সরকারকে অবগত করে ডাম্পিং গ্রাউন্ড এখান থেকে সরিয়ে নেবার দাবি জানিয়ে  আসছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.