Header Ads

জাটিঙ্গা- হারাঙ্গাজাও অংশে অবিলম্বে সড়ক সংস্কারে হাত না দিলে আন্দোলনের হুমকি ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের

       বিপ্লব দেব, হাফলংঃ শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক (সম্প্রসারণ)-য়ের হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা অংশে অবিলম্বে সংস্কার কাজ শুরু না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দিল এন সি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম। আর তা থেকে যদি কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে এরজন্য দায়ী থাকবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)। এমর্মে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার হাতে এক স্মারকলিপি তুলে দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। গত ১৩ এপ্রিল এএস ২১ প্যাকেজের জাটিঙ্গা হারাঙ্গাজাও ও এএস ২২ প্যাকেজের মাইবাং জাটিঙ্গা অংশের বেহাল দশা নিয়ে জেলাশাসকের চেম্বারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার এস কে ভার্মা ও ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গুয়াহাটি আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার এস কে ভার্মা জেলাশাসককে জানিয়েছিলেন যে মাইবাং জাটিঙ্গা অংশের সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে ৪৯ কোটি টাকা বরাদ্দ করেছে নাহাইর দিল্লি কার্যালয়। তবে বর্তমানে নির্বাচন আচরন বিধি কার্যকর থাকায় ওই অংশের কাজের জন্য টেন্ডার ডাকা সম্ভব হচ্ছে না। তবে গত ১৪ এপ্রিল থেকেই জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশে জরুরিকালীন ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে এবং এর জন্য ৪ কোটি টাকা বরাদ্দ করা হবে। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখন পর্যন্ত জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে সড়ক সংস্কারে হাত দেয় নি। তাই এবার ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম নহাই কর্তৃপক্ষের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন নাহাই দীর্ঘ কয়েক বছর ধরে জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশ সংস্কার কাজ নিয়ে এভাবে টাল বাহনা করে আসছে এমনকি জেলাপ্রশাসনকে ও নাহাই কর্তৃপক্ষ পাত্তা দিতে চাইছে না। এমনকি জেলাশাসকের সঙ্গে ১৩ এপ্রিল জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে নাহাই কর্তৃপক্ষের হাফলঙে জেলাশাসকের অফিসে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর ও নাহাই সংস্কার কাজ নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না এমনকি জেলাপ্রশাসনকে ও যে গুরুত্ব দিতে নারাজ তা নাহাইর মনোভাব থেকেই পরিষ্কার বলে অভিযোগ করেন ডেভিড কেভম। তারপর ও আশ্চর্যজনক ভাবে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহন করতে দেখা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.