Header Ads

বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ।






দেবযানী পাটিকর, গুয়াহাটি। আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস । এবারের বিশ্ব তামাকমুক্ত দিবস এর প্রতিপাদ্য বিষয় হল "তমাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়।"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে তামাকমুক্ত দিবস ।বিশ্বজুড়ে ২৪ ঘন্টা সময় ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয় । সমগ্র বিশ্বের  সাথে সঙ্গতি রেখে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া  শুক্রবার নর্থইস্ট রিজিওন রাজ্যের সমস্ত এয়ারপোর্টে পালন করে বিশ্ব তামাক দিবস। এই দিবস পালনের উদ্দেশ্য হলো তামাকের ব্যবহার এর ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের নেতিবাচক প্রভাবের প্রতি লোকের দৃষ্টি আকর্ষণ করা।


তামাক সেবন করার ক্ষতিকারক দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করার জন্য  এয়ারপর্ট অথরিটি পালন করে বিশ্ব তামাক দিবস। এই দিবসের সাথে সঙ্গতি রেখে  এয়ারপোর্ট অথরিটির সমস্ত কর্মীদেরকে তামাক সেবনের ফলে  হওয়া ক্ষতি এবং তামাক সেবন না করার উপদেশ প্রদানের সাথে সাথে রোজকার জীবনে তামাক সেবন না করার জন্য ও পরিবারের লোকদেরকে তামাক সেবন থেকে  বিরত থাকার জন্য সচেতন করা হয়।  এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে রিজিওনাল হেডকোয়ার্টার গুয়াহাটিতে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটির রিজিওনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ।এছাড়া অন্য এয়ারপোর্টে  ডাইরেক্টরা উপস্থিত ছিলেন। ধূম্রপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে নিয়ন্ত্রণ ও তামাক সেবনে কি ক্ষতি হতে পারে হতে পারে সেটা বিভিন্ন পোস্টার ও ব্যানার এর মাধ্যমে সমস্ত এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিংয়ে প্রদর্শন করা হয় ।এছাড়াও ইলেকট্রনিক ডিসপ্লে দ্বারা  তামাক সেবনে যে ক্ষতি হয় এই মেসেজটি যাত্রীদের যাতায়াত করার পথে ও  বিশেষ বিশেষ স্থানে ডিসপ্লে করা হয় "আপনি তামাকমুক্ত স্থানে প্রবেশ করেছেন" লেখাটা যাত্রীদের আসা যাওয়ার পথের টার্মিনাল বিল্ডিং এর ডিসপ্লে করা হয় ।বিশ্ব তামাক দিবস উপলক্ষে এএআই নর্থ ইস্ট রিজিওন এবং এয়ারপোর্ট অথরিটি সেমিনার,পথ নাটিকা,নাটক ইত্যাদির আয়োজন করে ।গুয়াহাটি, শিলচর,যে।রহাট, আগরতলা, ইম্ফলের এয়ারপোর্টএর কর্মীরাও বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.