মুকুল পুত্র শুভ্রাংশু সহ ৩ বিধায়ক ও ৫০জন কাউন্সিলরের বিজেপিতে যোগ
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বিজেপিতে যোগ দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। বীজপুরের বিধায়ক শুভ্রাংশুর সঙ্গেই যোগ দেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং ও বিষ্ণুপুরের বিধায়ক তুষার চট্টোপাধ্যায়। একই সঙ্গে পদ্মশিবিরে গেলেন হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ও। এঁদের পাশাপাশি, কাঁকড়াপাড়া, হালিশহর ও নৈহাটি পুরসভার ৫০জন কাউন্সিলর যোগ দিলেন গেরুয়া শিবিরে। কাঁচড়াপাড়া পুরসভার ২৪ জনের মধ্যে ১৭জন, হালিশহর পুরসভার ২৪ জনের মধ্যে ১৭জন ও নৈহাটি ৩১জনের মধ্যে ২৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন। ছিলেন, পুরপ্রধানও। ফলত, এই পুরসভাগুলি তৃণমূলের হাত থেকে বিজেপির দখলে চলে গেল। একই সঙ্গে তৃণমূলের অনেক নেতা-কর্মীও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।
সোমবারই বাবা মুকুল রায়ের সঙ্গে ফ্লাইটে করে দিল্লি চলে যান শুভ্রাংশু। অনেকেই মতামত দিয়েছেন, দেশজুড়ে চলেছে মোদি সুনামি। তার প্রভাব থেকে বাদ পড়েনি বাংলাও। ২০১৯ লোকসভা নির্বাচনে সুনামিতে ভরাডুবি তৃণমূলের। লোকসভা ভোটে বাংলায় প্রচারে এসেই নরেন্দ্র মোদি বলেছিলেন, তৃণমূলের অন্তত চল্লিশ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা আগেই দাবি করছেন, জুন মাসের মধ্যেই বড় ধস নামবে তৃণমূলে। সাংবাদিক বৈঠকে, বিজেপি নেতা মুকুল রায় বলেন, রাজ্যে তৃণমূলের সন্ত্রাস, তোলাবাজির অভিযোগে বিতশ্রদ্ধ হয়ে দলবদলে বাধ্য হয়েছেন কাউন্সিলররা।
সোমবারই বাবা মুকুল রায়ের সঙ্গে ফ্লাইটে করে দিল্লি চলে যান শুভ্রাংশু। অনেকেই মতামত দিয়েছেন, দেশজুড়ে চলেছে মোদি সুনামি। তার প্রভাব থেকে বাদ পড়েনি বাংলাও। ২০১৯ লোকসভা নির্বাচনে সুনামিতে ভরাডুবি তৃণমূলের। লোকসভা ভোটে বাংলায় প্রচারে এসেই নরেন্দ্র মোদি বলেছিলেন, তৃণমূলের অন্তত চল্লিশ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা আগেই দাবি করছেন, জুন মাসের মধ্যেই বড় ধস নামবে তৃণমূলে। সাংবাদিক বৈঠকে, বিজেপি নেতা মুকুল রায় বলেন, রাজ্যে তৃণমূলের সন্ত্রাস, তোলাবাজির অভিযোগে বিতশ্রদ্ধ হয়ে দলবদলে বাধ্য হয়েছেন কাউন্সিলররা।
কোন মন্তব্য নেই