Header Ads

হাফলঙের বিভিন্ন স্কুলে চাড়াগাছ বিতরণ করল হাফলং প্ৰেসক্লাব



বিপ্লব দেব, হাফলংঃ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা তথা গ্লবেল ওয়ার্মিং-য়ের প্রতি লক্ষ্য রেখে হাফলং প্রেস ক্লাব জেলার বিদ্যালয় গুলিতে গাছের চাড়া বিতরণ করার পদক্ষেপ গ্রহণ করেছে। সেই অনুসারে সবুজ বিদ্যালয় ও পরিষ্কার বিদ্যালয় শীর্ষক মন্ত্রকে আগে রেখে বুধবার হাফলং সরকারি বাগান কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চাড়া বিতরণ করা হয়। কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলার বনবিভাগের কনজারভেটর অব ফরেষ্ট এম টুংনুং কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ কুমার হাফলং প্রেস ক্লাবের সভাপতি অনুপ বিশ্বাস সম্পাদক বিপ্লব দেব পঙ্কজ কুমার দেব প্রশান্ত ভট্টাচার্য পঙ্কজ টিমুং সুরজ বর্মন। ডিমা হাসাও জেলার বনবিভাগের সিসিএফ ম টুংনুং বলেন আগামী দিনে ও এধরনের গাছের চারা বিভিন্ন স্কুলে বিতরন কার্যসূচী রূপায়ন করা হবে। উল্লেখযোগ্য হাফলং প্রেস ক্লাবের উদ্যোগে এবং হাফলং বন বিভাগের সহযোগিতায় এর আগে হাফলং নবোদয় বিদ্যালয়ে এভাবে ছাত্রছাত্রীদের মধ্যে চাড়াগাছ বিলি করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.