Header Ads

রাতাবাড়ি বিধানসভার উপনির্বাচন কি আসন্ন ?

নয়া ঠাহর প্রতিবেদন, রামকৃষ্ণনগরঃ বিভিন্ন মহলের সূত্রে প্রকাশ কৃপানাথ মালা ভোটের ফলাফলে বিজয়ী হবেন এবার লোকসভা নির্বাচনে। কারন,  উন্নয়নের কথার চেয়ে এবার করিমগঞ্জ লোকসভা আসনে  ভোট পড়েছে হিন্দু ও মুসলিমের ভিত্তিতে। মুসলমানদের ভোট খুবই কম আসবে বিজেপির ঝুলিতে। হিন্দুর ভোটই মালাকে জিতাবে বলে বিশ্লেষকদের ধারনা । অপেক্ষা আর দিনগোনার পালা। আছে হাতে মাত্র ১৫ দিন।
অসমের পাঁচটি  বিধানসভা কেন্দ্রেই  উপনির্বাচন হচ্ছে কি? সবাই এ প্রশ্নের উত্তর জানাতে উদগ্রীব। বিধায়করা সাংসদ হলে তো উপনির্বাচন তো হবেই । সম্ভাব্য  প্রার্থী লিষ্টে নাম ঢোকানোর জন্য গুয়াহাটি অবধি চলছে বর্তমানে দৌড় ঝাপের পর্ব । রাতাবাড়ি কেন্দ্রে উপ নির্বাচনের অংকও ইতিমধ্য আরম্ভ হয়ে গেছে । আবার আওয়াজ উঠালো মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্ত স্থাপন করা  নিয়ে বিভিন্ন দল সংগঠন। শনবিল পূর্বাঞ্চাল মেডিক্যাল কলেজ ডিমান্ড কমিটি ও রামকৃষ্ণনগর উন্নয়ন সংস্থা এনিয়ে সরব হয়েছে। মঙ্গলবার শনবিল মেডিকল ডিমান্ড কমিটির এক বিশেষ দল করিমগঞ্জ জেলাশাসকের সাথে দেখা করে কমিটির গণদাবীর  কাগজগুলো যথাস্থানে পাঠানো  হয়েছে কিনা জানতে চেয়েছে। এ দলে প্রতিনিধিত্ব  করেন কমিটির সভাপতি অনিল দাশ সহ কল্লোল চৌধুরী ও রঞ্জিৎ ঘোষ প্রমুখরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.