Header Ads

সিবিএসসির দশম শ্ৰেণীর পরীক্ষায় দ্বিতীয় ও চতুর্থ স্থানে অসমের অরিন্দম ও গার্গী

দেবযানী পাটিকর, গুয়াহাটি: সোমবার ঘোষণা করা হলো কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদের (সিবিএসই) দশম শ্রেণির ফলাফল। আসামের গুরুকুল গ্রামার স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র অরিন্দম শর্মা ৫০০ র মধ্যে ৪৯৮ নম্বর পেয়ে সর্বভারতীয় পর্যায়ে লাভ করেছে দ্বিতীয় স্থান। এই স্কুলেরই ছাত্রী গার্গী বরা ৫০০ ভেতরে ৪৯৫ নম্বর পেয়ে চতুর্থ স্থানে লাভ করেছে।
 এই বিষয়ে অরিন্দমের ভাষ্য, সে প্রথম থেকেই খুব মন দিয়ে পড়াশুনা করেছে। অরিন্দম নুনমাটির ডঃ অমিতাভ শর্মা ও কৃষ্ণা শর্মার ছিল ছেলে। ওদিকে মোট ছাত্রছাত্রীরা মধ্যে ৫০০র ভিতরে ৪৯৯ নম্বর পেয়ে ১৩ জন শীর্ষ স্থান এবং ২৪ জন পরীক্ষার্থী ৫০০-র মধ্যে ৪৯৮ পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। ৫৮জন ছাত্রছাত্রী ৫০০র মধ্যে লাভ করে তৃতীয় স্থান। উত্তীর্ণের হারের দিকে ত্রিবান্দম শীর্ষে ও চেন্নাই  দ্বিতীয় স্থানে রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.