Header Ads

আগরতলা-বেঙ্গালুরুক্যান্ট হামসফর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

       

     


বিপ্লব দেব, হাফলংঃ এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হামসফর এক্সপ্রেস। অল্পের জন্য হাজার হাজার রেলযাত্রী রক্ষা পেলেন দুর্ঘটনার কবল থেকে। আগরতলা বেঙ্গালুরু ক্যান্ট হামসফর এক্সপ্রেস মঙ্গলবার দুর্ঘটনার কবলে পরে। চোরাইবাড়ি ও কাঁঠালতলি হল্ট স্টেশনের মধ্যবর্তী স্থানে মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ লাইনচ্যুত হয় ট্রেনটি। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বেঙ্গালুরু ক্যান্টের উদ্দেশ্যে রওনা হয়ে ট্রেনটি এদিন সকাল ৮ নাগাদ চোড়াইবাড়ি ও কাঁঠালতলি হল্ট স্টেশনের মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়। যার ফলে বদরপুর ও আগরতলা রেল পথে প্রায় ৭ ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। উত্তর পূর্ব সীমান্ত রেল সুত্রে জানা গিয়েছে আগরতলা বাঙ্গালুরুক্যান্ট হামসফর এক্সপ্রেস ট্রেনটি চোরাইবাড়ি ও কাঁঠালতলি হল্ট স্টেশনের মধ্যবর্তী স্থানে এদিন সকালে ট্রেনটির ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এদিকে ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে বদরপুর থেকে রেলের উচ্চ পদস্থ আধিকারিক সহ রেল কর্মী ও উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিনের চাকা তোলার পর রেলট্র্যাক মেরামতি করে উত্তর পূর্ব সীমান্ত রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ট্র্যাক সার্টিফিকেট দেওয়ার পর প্রায় সাত ঘন্টা বিলম্ব করে বদরপুর-আগরতলা রেলপথে পুনরায় ট্রেন চলাচল সচল হয়ে ওঠে। বিকেল ৫ টা নাগাদ হামসফর এক্সপ্রেস ট্রেনটি বদরপুর জংশন এসে পৌঁছয়।  এবং সন্ধ্যা ৭ টার পর নিউহাফলং স্টেশন ছেড়ে যায় হামসফর এক্সপ্রেস। উত্তর পূর্ব সীমান্ত রেলের সিনিয়র জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য জানিয়েছেন দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে কিভাবে লাইনচ্যুত হল ট্ৰেনটি, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.