Header Ads

অৰ্থনৈতিক সংকট, আত্মহত্যা করলেন নগাঁও কাগজ কলের কৰ্মী

বিশ্বজিৎ মজুমদার ,ছবি, সৌঃ জিপ্লাস
নয়া ঠাহর প্ৰতিবেদন, নগাঁওঃ গত ২৮ মাস ধরে বেতন নেই। অবশেষে  আত্মহত্যার পথ বেছে নিলেন নগাঁও কাগজ কলের কৰ্মী বিশ্বজিৎ মজুমদার। তিনি কাগজ কলের বিতরণ বিভাগের উচ্চ পৰ্যায়ের একজন অফিসার ছিলেন। সূত্ৰের খবর, কাগজ কল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তিনি তীব্ৰ হতাশায় ভুগছিলেন। কাগজ কলের সিনিয়র হোস্টেল রুমে সোমবার ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে। তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জাগিরোড পুলিশ।  গত ২৮ এপ্ৰিলও হাইলাকান্দির পাঁচগ্ৰামে আরেকজন কৰ্মীর মৃত্যু হয়েছে। কাগজ কল বন্ধ হয়ে যাওয়ার পর এনিয়ে কাছাড় কাগজ কলে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৫। কাগজ কল বন্ধ হয়ে যাওয়ার ফলে কৰ্মীরা তীব্ৰ আৰ্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। পরিবার প্ৰতিপালনের জন্য কেউ অটোরিস্কা চালাচ্ছেন , কেউ আবার দিন মজুরির কাজ করছেন। এক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন কাগজ কলের কৰ্মীরা।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.