Header Ads

উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় মানব পাচারকারী ,এক বছরে ৭০৮ জন শিশুকে উদ্ধার করল আরপিএফ

দেবযানী পাটিকর,গুয়াহাটি : উত্তর পূর্বাঞ্চলে ভীষণ ভাবে সক্রিয় মানব পাচারকারী ।গত এক বছরে ৭০৮ জন নাবালক শিশুকে রেল চত্বর থেকে থেকে সাফল্যের সাথে উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী( আরপিএফ) এবং কোন সমাজবিরোধীর খপ্পরে পড়ার আগেই তাদের উদ্ধার করতে সক্ষম হয় রেল পুলিশ । ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এ কাজ করে আরপিএফ। এ ছাড়াও কিশোর-কিশোরীদের বিভিন্ন ট্রেনের মাধ্যমে মানব পাচারকালে জড়িত ২০জন মানবপাচারকারীকে  হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও ৭৫ জন ব্যক্তিকে উদ্ধার করে আরপিএফ এর ফলে উদ্ধার করা ব্যক্তির মোট সংখ্যা দাঁড়ায় ৭৮৩ তে। এদের মধ্যে ৪১৮ জন অনূর্ধ্ব ১৮  বছরের কিশোর ।অনূর্ধ্ব ১৮ বছরের মেয়ের সংখ্যা রয়েছে ৪৫ জন। এদের সবাইকে উদ্ধার করে এর মধ্যে ৪১০ জনকে বিভিন্ন এনজিওর হাতে তুলে দেওয়ার পাশাপাশি ২৩৩ জন নাবালক নাবালিকা কে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।উদ্ধারের হওয়া বাকিদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য জিআরপি পুলিশকে দেওয়া হয়।
এদিকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত রেলওয়ে চত্বর থেকে মোট ১৬৫ জন ব্যক্তিকে উদ্ধার করেছে রেল নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ১৪৮ জন শিশু রয়েছে। এছাড়াও আরপিএফ ৪ মানবপাচারকারীকে গ্রেফতার করে ।চলতি বছরের ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত মাত্র ৭ দিনের মধ্যে ১৪ জন নাবালক নাবালিকা কে উদ্ধার করতে সক্ষম হয় আর পি এফ ।এদেরকে বিভিন্ন ট্রেন ,স্টেশন স্টেশন চত্বর থেকে উদ্ধার করা হয়। পরে ওই শিশুদের অনেকেই তাদের বাবা-মা ও পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।এবং অন্যদের এনজিওতে পাঠানো হয়।
উল্লেখ্য যে বাড়ি থেকে পালানো শিশু ছাড়াও মানব পাচারকারীদের খপ্পর থেকেও সাফল্যের সাথে শিশুদের উদ্ধার করে চলেছে রেল নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয় মানবপাচারকারীদের নিয়মিত সাফল্যের সাথে গ্রেফতার করছে আরপিএফ। উদ্ধার করার পর সাধারণত শিশুদের বাবা মার হাতে তুলে দেওয়া হয় আবার অন্যদের চাইল্ড লাইনের  মতো বেসরকারি সংস্থাগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়। শিশু পাচার রোধে রেলওয়ের বিভিন্ন স্থানে অভিযান চলায় আরপিএফের বিভিন্ন দল।
এ সম্পর্কে রেল পুলিশের বক্তব্য যে এই অঞ্চল থেকে শিশু ও মহিলাদের দেশের বিভিন্ন রাজ্যে বা বহি রাজ্য প্রেরণের ব্যাপারে মানব পাচারকারীরা খুবই সক্রিয় রয়েছে। বিশেষ করে গরীব অসহায় পরিবারের ছেলেমেয়েদের কাজের লোভ দেখিয়ে দেশের বিভিন্ন রাজ্যে প্রচার করা হয়ে থাকে। এইসব মানব পাচারকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবার জন্য আটকাধীন  মানবপাচারকারীদের জিআরপি অথবা পুলিশের হাতে নিয়মিত তুলে দেওয়া হয়ে থাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.