মেঘালয়ে ভোট অবাধ ও শান্তিপূর্ণ
ননী গোপাল ঘোষ, শিলংঃ মেঘালয়ের দুই লোকসভা আসন শিলং ও তুরায় ভোট হল অবাধ ও শান্তিপূর্ণ । বৃহস্পতিবার রাত সাড়ে আটটা অবধি ভোটদানের পরিসংখ্যান দাঁড়িয়েছে ৬৭.২২ শতাংশ । মেঘালয়ের মুখ্য নির্বাচনী আধিকারিক এফ.আর খারখংগর জানিয়েছেন এই হার বাড়ার সম্ভাবনা রয়েছে । কারণ প্রত্যন্ত এলাকা থেকে ভোটের হার তখনও পৌঁছয়নি। ২০১৪ সালে মোট ভোটদানের হার ছিল ৬৮ শতাংশ । বৃহস্পতিবার সেলসেলা বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন ছিল। এখানে ভোটদানের হার ছিল ৮২ শতাংশ ।









কোন মন্তব্য নেই