তিব্বতী ধর্মগুরু দলাইলামা চিকিৎসাধীন
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ তিব্বতী ধর্মগুরু দলাইলামাকে অসুস্থতার জন্য চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছে। নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বুকের ব্যাথা এবং সক্রমনের জন্য ধর্মগুরুকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সংকট মুক্ত অবস্থায় রয়েছেন। উল্লেখ্য, সোমবার নতুন দিল্লিতে যুবনেতাদের সাথে এক আলোচনা চক্রে অংশগ্রহণ করেন। সেই অনুষ্ঠান শেষ করে ধর্মশালাতে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শান্তির জন্য ১৯৮৯ সালে দলাইলামা নোবেল পুরস্কার পান। ১৯৫৯সনে চিন বিদ্রোহের পরে দেশান্তকরণ হয়ে দলাইলামা ভারতে চলে আসেন। এরপর থেকে তিনি হিমাচল প্রদেশের একটি ধর্মশালাতে রয়ে গেছেন।









কোন মন্তব্য নেই