Header Ads

অসমের গুরুত্বপূৰ্ণ কেন্দ্ৰ গুয়াহাটিতে মহিলা প্রার্থীর ভোটযুদ্ধ আকর্ষণীয় হয়ে উঠেছে



লোকসভা নিৰ্বাচন ২০১৯

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ  অসমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্ৰ গুয়াহাটিতে এবার তিনজন মহিলা প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছেন। এবং তা সকলের কাছে আকৰ্ষনীয় হয়ে উঠেছে। আগামী ২৩ শে এপ্রিল হবে গুয়াহাটি কেন্দ্ৰের নির্বাচন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্ৰ যেখানে এক সময় হেম বড়ুয়া, দীনেশ গোস্বামীর মত রাজনৈতিক নেতারা নেতৃত্বে দিয়েছেন। সেই গুয়াহাটিতে এবার তিনজন মহিলা প্রার্থী বিজেপি থেকে প্রার্থী কুইন ওঝা, কংগ্রেসের প্রার্থী ববিতা শর্মা এবং নির্দল প্রার্থী সমাজকর্মী জোনমনি খাউনডের মাঝে এখন চলছে জোর নির্বাচনী যুদ্ধ। বিজেপির প্রার্থী কুইন ওঝা এবং কংগ্রেসের প্রার্থী ববিতা শর্মার দলীয় সমর্থন আছে যদিও দলীয় সমর্থন না পেয়েও নিজেকে লোকসভা নির্বাচনের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকর্মী জোনমনি খাউন্ড। নিৰ্বাচনী ময়দানে তিন প্রার্থীই একে অপরকে অভিনন্দন জানিয়েছেন। এ প্রসঙ্গে কংগ্রেসের ববিতা শর্মার বক্তব্য- মহিলা প্রার্থী হিসেবে মহিলারা এগিয়ে এলে মহিলাদের সাবলীলকরন হবে। অসমের রাজনীতিতে মহিলাদের যোগদান দেশের অন্যান্য রাজ্য থেকে অনেকটাই কম। গত একটা দশক ধরে মহিলা সাংসদ হিসাবে রয়েছেন বিজয়া চক্রবর্তী কিন্তু সময় পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে মানুষের মনেরও। তাই এবার পরিবর্তনের আশা করছেন তিনজন মহিলা প্রার্থী। এ প্রসঙ্গে জোনমনি খাউন্ডএর বক্তব্য যে জনগণ যোগ্য প্রার্থীকেই নির্বাচন করবেন। যে সংসদে গিয়ে জনগণের সমস্যার কথা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে পারবে, বলতে পারবে। মহিলা প্রার্থী হিসেবে  নির্বাচনী যুদ্ধে মহিলারা এবার এগিয়ে এসেছেন এটাই অনেক বড় কথা। ওদিকে ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিজেপি প্রার্থী কুইন ওঝার বক্তব্য যে ১০০% ভারতীয় জনতা পার্টির  জয়ী হবার সম্ভাবনা রয়েছে। এদিকে কংগ্রেসে ববিতা শর্মা ও বিজেপির কুইন ওঝা নিজেদের মনোনয়ন পত্র জমা করেছেন। এখন সবাই জোর নির্বাচনী প্রাচার চালাচ্ছেন। অবশ্য এমন একটি গুরুত্বপূৰ্ণ কেন্দ্ৰে লোকদের সমস্যা নিয়ে কতটুকু লড়াই করবেন। সেটা ভবিষ্যতেই জানা যাবে। তবে নির্বাচনী যুদ্ধ যে রকমই হোক না কেন এবার গুয়াহাটি পেতে চলেছে একজন মহিলা প্রার্থীকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.