Header Ads

কাটিগড়ায় জোরদার প্রচার বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের, বিঁধলেন সুস্মিতাকে



নয়া ঠাহর প্রতিবেদন, কাটিগড়া : শিলচর লোক সভা কেন্দ্ৰের বিজেপি প্রার্থী রাজদীপ রায় বিশাল দলবল নিয়ে প্রচারে এলেন কাটিগড়ায়। সোমবার সকাল থেকেই ভোট প্রচার সভা চালিয়ে যান কাটিগড়া বিধান সভার বিভিন্ন  কেন্দ্রে। রাজদীপ ব্রিগেডের সঙ্গে থাকা কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের কাজের হিসাব চাইলেন। সুস্মিতার পাঁচ বছরের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের কাজের খতিয়ান নিয়ে একহাত নিলেন। রাজদীপ রায় বলেন  নাগরিকত্ব বিল নিয়ে দ্বিচারিতা করেছেন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। উদ্বাস্ত বাঙালিদের সমস্যা নিয়ে সংসদে কথা না বলে সংসদ ছেড়ে বেরিয়ে আসেন শিলচরে সাংসদ । বিজেপি প্রার্থী জোরদার প্রচার চালিয়েছেন কাটিগড়া আঞ্চলের আমতলা, শিয়ালটেক, কাতিরাইল, গনিগ্রাম, সুবোধনগর, সিদ্ধেশর, ফুলবাড়ি, গঙ্গাপুর, দুধপুর, তারিণীপুর, লেবারপুতা। এই সভাগুলোতে সুস্মিতাকে বিঁধতে ছাড়লন না। তিনি আর বলেন দিল্লি থেকে এসে রাজ্যের কংগ্রেস নেতারা দিসপুরে বলেছেন নাগরিকত্ব বিল জলে বিসর্জন দেওয়া হয়েছে। লেবারপুতায় কংগ্রেসের প্রাক্তন জি পি ওয়ার্ড সদস্য  চিরন দাস, বাপন দাস, কিরেন্দ্র দাস, রতন দাস, মাসুক আহমদ খান বিজেপিতে যোগ দেন। গণিরগ্রামে বিজেপি সংখ্যালঘু মোর্চার কাটিগড়া মণ্ডল সভাপতি হবিবুর রহমান চৌধুরীর হাত ধরে ১৫০ জন বিজেপিতে যোগদান করেছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.