সিদ্ধেশ্বর শিব বাড়িতে পূর্ণ্যার্থীদের জোয়ার ও যানযট
নয়া ঠাহর প্রতিবেদন, পাঁচগ্রামঃ বরাকে একমাত্র ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রমে মঙ্গলবার বারুণী স্নানে পূণ্যার্থীদের ও যানজটের দরুন স্থানীয় পুলিশবাহিনীকে ভীড় সামলাতে হিমশিম খেতে দেখা যায়। প্রতিবছর, এভাবে জমে পূণ্যার্থীদের বিশাল এক মেলা। এ উপলক্ষে, কপিলাশ্রমের সাথে বরাক নদীর অপর পারে থাকা কাটিগড়ায় বারুণী মেলা খুব জমে উঠে প্রতি বছর। এ ঐতিহ্যবাহী মেলায় পাওয়া যায় নান ধরনের খাওয়া, নিত্যপ্রয়োজনীয় জিনিষাদি ও দুষ্প্রাপ্য পাহাড়ি ভেষজ দ্রব্য। প্রায় পাঁচ সাত হাজার ভীড় জমে এই পূর্ণ্যতিথিতে।









কোন মন্তব্য নেই