Header Ads

পরিবৰ্তনের জন্য মহিলাদের মিছিলে গোটা দেশের সঙ্গে যোগ দিলেন গুয়াহাটির মেয়েরাও


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটির দিঘলিপুখুরী পাড়ে রাস্তায় বৃহস্পতিবার পরিবৰ্তনের দাবিতে মিছিলে নামেন মহিলারা। সমাজকৰ্মী থেকে শুরু করে ছাত্ৰছাত্ৰী, রাজনৈতিক নেত্ৰী সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত মহিলারা এদিন পরিবৰ্তনের মিছিলে অংশগ্ৰহণ করেন। সমতা, শান্তি এবং স্বাধীনতার জন্য মেয়েদের এই মিছিল। এদিন গোটা দেশের পশ্চিমবঙ্গ, নয়া দিল্লি সহ প্ৰায় ২০টি রাজ্যের ১৪৩টি জেলায় পরিবৰ্তনের মিছিল বেড় হয়। মিছিলে ৮ থেকে ৮০ সব বয়সী মহিলাদের অংশগ্ৰহণ করতে দেখা যায়। এদিন কলকাতায় বৰ্ষীয়ান অভিনেত্ৰী অপৰ্ণা সেনের নেতৃত্বে মহিলাদের মিছিল বেড় হয়। হাতে হাতে প্ল্যাকাৰ্ড নিয়ে বিভিন্ন শ্লোগানে রাজপথে সরব হন তাঁরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.