শিলচরে এন পি পি প্রার্থী নাজিয়ার তোপে রাজদীপ-সুস্মিতা
নয়া ঠাহর প্রতিবেদন, বড়খলাঃ ইঞ্জিনিয়ারিং স্নাতক নাজিয়া ইয়াসমিন মজুমদার এবার দারুন সাড়া ফেলেছেন মর্যাদাপূর্ণ শিলচর লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে। সোনাই ও বরযাত্রাপুর এলাকার সাম্প্রতিক নির্বাচনী প্রচার অভিযানে উচ্চশিক্ষিতা মজুমদারের সভায় চোখে পড়ার মতো জনসমাগম ঘটেছে। নাজিয়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী কানার্ড সাংমার পার্টি এনপিপি প্রার্থী। বই হল নাজিয়ার নির্বাচনী প্রতীক। "মানুষের ঢল দেখে মনে হচ্ছে জনগণ সত্যিই এক বিকল্প ও পরিবর্তন চান এবার," নাজিয়া জানান। জনসভাগুলোতে নাজিয়া ইয়াসমিন বিজেপি ও কংগ্রেসকে তুলোধনো করেন। তিনি বলেন বিজেপি ধর্মের কার্ড খেলে ভোট চায়। স্হানীয় সমস্যা নিয়ে হিন্দুত্ববাদী পার্টির রেকর্ড বরাকে একদম ভালো না। মুখে উন্নয়নের কথা বললেও কাজে অসঙ্গতি আছে, দাবি নাজিয়ার। গত পাঁচ বছরে মহা সড়কের কাজ সম্পূর্ণ হয়নি, স্থানীয় বাদ্র্রীপারের সেতুটিও হলো না আজ পর্য্যন্ত। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি দলের সরকার থাকা সত্ত্বেও, আক্ষেপ নাজিয়ার। বরাকের একমাত্র ভারীশিল্প প্রতিষ্টান পাঁচগ্রামের কাগজকলও বিজেপির আমলে সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে, যদিও কাগজ কালের মৃত্যু নিনাদ শুরু হয় কংগ্রেস আমলেই। বরাকের অর্থনৈতিক দুরবস্থার জন্য দুই সর্বভারতীয় দলই সমান দোষী, দাবি নাজিয়ার। তিনি বিজেপিকে সাম্প্রদায়িক ও কংগ্রেসকে দুর্নীতিগ্রস্থ বলে আখ্যা দিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী বিলকে সংবিধান বিরোধী বলেও আখ্যায়িত করেন। "বিজেপির একমাত্র এজেন্ডা হলো শুধু নির্বাচনে জয়লাভ করা," তিনি বলেন। উল্লেখ, ডাক্তার রাজদীপ রায় শিলচর কেন্দ্র এবারের বিজেপি প্রার্থী। চিরাচরিত এ কেন্দ্রর প্রার্থী ও প্ৰাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থয়ের পরিবর্তে। বর্তমান সাংসদ সুস্মিতা দেব সম্পূর্ণরূপে ব্যর্থ জনগণের সেবায়, নাজিয়ার দাবি। শিলচরে কয়েক বছর আগে ঘটে যাওয়া সংখ্যালঘুদের উপর আক্রমণের সময় কংগ্রেস সংসদের নীরব ভূমিকার তীব্র নিন্দা করেন তিনি। সুস্মিতা দেব ভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী। নাজিয়ার বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন, প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর, বুদ্ধিজীবী আব্দুল শুক্কুর সহ প্রমুখরা।









কোন মন্তব্য নেই