Header Ads

ছত্তিশগড়ে মাওবাদীদের আক্ৰমণে শহিদ অসমের জওয়ান বিপুল বরা

 প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  শুক্ৰবার ঝাড়খণ্ডে ছত্তিশগড়ে মাওবাদীদের আক্ৰমণের ফলে নিহত অসমের জওয়ান বিপুল বরা শহিদ হয়েছেন। বাড়ি শিবসাগর জেলার গৌরিপুরের দিমৌমুখে। তিনি ছত্তিশগড়ের বিএসএফের ১১৪ নং ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন। মাওবাদি হামলায় তিনি নিহত হন। শুক্ৰবার তাঁর মৃতদেহ নিজের বাড়িতে নিয়ে আসার কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.