Header Ads

পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভূমিহীনদের বাসস্থানের দায়বদ্ধতা

 


নয়া ঠাহর প্রতিবেদন, পাঁচগ্রামঃ পাঁচগ্রাম জিপি সভাপতি সূরজ সেন পূনর্বাসনের অধীনস্থ ভূমি প্রাপকদের প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজের শিলান্যাস করেন। পাঁচগ্রাম জিপি এলাকায় সদ্য পূনর্বাসন মন্ত্রকের উদ্যোগে ভূমি প্রাপকদের তিনকাটা জমি সহ একটি করে প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) ঘর প্রদান করা হয়। প্রায় ১৭টি পরিবার এই ভূমিহীনের তালিকায় হিতাধীকারি হয়েছেন। গত শুক্রবার দুপুরে জনৈক হিতাধীকারি সজল রায়ের পিএমএওয়াই প্রকল্পের কাজের শিলান্যাস করেন জিপি সভাপতি সূরজ সেন। সঙ্গে থাকেন গ্রুপ সদস্য অরূপ দাস, বড়কা মাল্লাহ সহ হিতাধীকারি সজল রায় ও অন্যান্যরা। খুব শীঘ্রই সরকারের গরীবদরদী প্রকল্পকে বাস্তবায়ন করতে তৎপর রয়েছেন পঞ্চায়েত স্থরের প্রতিনিধিরাও। পিছিয়ে নেই জিলাপ্রশাসনিক কর্মীরা। তৎকালিন জিলাশাসক আদিল খানের প্রচেষ্টায় তড়িগড়ি করে সরকারের এরূপ মানবিক প্রকল্পের রূপায়নে সক্রিয় ভূমিকায় থাকার ফলস্বরূপ আজ দ্রুতগতিতে চলছে পি.এমএওয়াই এর নির্মানকাজ। পাঁচগ্রাম জিপি সভাপতি সূরজ সেন জানান বিজেপি সরকারের মূল লক্ষই হল গরিবী দূর করা। মৌলিক অধিকারের অন্তর্গত বাসস্থানের ব্যবস্থাও উপর জোর দিয়েছেন সরকার। যথাশীঘ্র পিএমএওয়াই এর কাজ সম্পন্ন করার জন্যে বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিরা তৎপর রয়েছেন বলে সেন জানান ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.