৮ বিস্ফোরণে রক্তাক্ত শ্ৰীলঙ্কার গিৰ্জা, হোটেল, নিন্দার ঝড় গোটা পৃথিবীতে
ছবি, সৌঃ ট্যুইটার
কলম্বোঃ দ্বীপরাষ্ট্ৰ শ্ৰীলঙ্কার খ্ৰিস্টান ধৰ্মাবলম্বী মানুষদের রবিবারের দিনটির প্ৰথম দিকে ছিল উৎসব মুখর পরিবেশ। এই দিনটি ছিল খুবই আনন্দের ‘ইস্টার সানডে’। তাই সকাল সকাল গিৰ্জায় সমাগম হয়েছিল বহু মানুষের। মৃত্যু যে তাদের এতো কাছে ছিল তা সকলেরই অজানা ছিল। পবিত্ৰ এই দিনটি রক্তাক্ত হল হিংস্ৰ থাবায়। ৩টি গিৰ্জা ও ৩টি হোটেলে একের পর এক ৮টি বোমা বিস্ফোরণে ২০৭ জনের প্ৰাণ গেল। আহত হন ৪৫০-র বেশি। এই ঘটনায় গোটা দুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় ৭ সন্দেহভাজনকে গ্ৰেফতার করেছে শ্ৰীলঙ্কা পুলিশ। কারফিউ জারি করেছে শ্ৰীলঙ্কা সরকার। এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহও। বিস্ফোরণের পর কলম্বোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি ট্যুইটারে জানান- কলম্বোর ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেখানকার জাতীয় হাসপাতাল তিন জন ভারতীয়ের মৃত্যুর খবর দিয়েছে। নিহতরা হলেন, লোকশ্বিনী, নারায়ণ চন্দ্রশেখর, এবং রমেশ। ভারত শ্রীলঙ্কাকে সব রকম সাহায্য করতে প্রস্তুত বলে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীকে তিনি জানিয়েছেন বলেও টুইটারে উল্লেখ করেছেন বিদেশমন্ত্ৰী। নিহতরা জাপান, হল্যান্ড, ব্রিটেন, আমেরিকা,পর্তুগাল এবং তুরস্ক থেকে আসা পর্যটক বলে জানা গিয়েছে।









কোন মন্তব্য নেই