করিমগঞ্জ সংসদীয় নির্বাচন চক্রের চার কেন্দ্রে আবার ভোট হবে
নয়া ঠাহর প্রতিবেদন, করিমগঞ্জঃ করিমগঞ্জ সংসদীয় নির্বচন চক্রের চার কেন্দ্ৰে ফের ভোট অনুষ্ঠিত হবে। আগামী বুধবার সকাল সাত টা থেকে বিকেল পাঁচ পৰ্যন্ত ফের ভোটগ্ৰহণের নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। চারটে কেন্দের নাম হল ক্ৰমে ১০৫-৪৬৭ নং বাটইয়া এপি স্কুল(ডানদিক), ১৩৪-৩৬১ নং গনদ্ধৰ্বখানি এপি স্কুল, ১৫২-৩৬৬ নং আতানগর এপি স্কুল(ডানদিক), ১৫৩-৩৬৬নং আতানগর এপি স্কুল (বামদিক)।








কোন মন্তব্য নেই