লামডিংয়ে যোগ প্রতিযোগিতা
স্বপন দাস, লামডিং: ২৬ থেকে ২৮ এপ্ৰিল পর্যন্ত লামডিং কেন্দ্ৰীয় বিদ্যালয়ে যোগ প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। কেন্দ্ৰীয় বিদ্যালয় গুয়াহাটী রিজিওনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এই প্ৰতিযোগিতায় অসমের বিভিন্ন স্থানের কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰী অংশ নেয়। আজ উদ্ভোধনী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন লামডিং-এর বহু বিশিষ্ট ব্যক্তি সমেত রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের অভিভাবকরা।
এদিনের অনুষ্ঠানে নিজের চুল দিয়ে মাটির ওপরে ঝুলে যোগ প্ৰদৰ্শন করে সকলের মন জয় করেন শিবসাগরের অসীম বরুয়া।









কোন মন্তব্য নেই