দৈনিক অসমের সাংবাদিকের উপর দুর্বৃত্তের আক্রমণ
নয়া ঠাহর, গুয়াহাটি : দৈনিক অসমের সাংবাদিক রাজেন ডেকাকে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা প্রাণনাশের চেষ্টা চালায়।দুর্বৃত্তের আক্রমণে রাজেনবাবু প্রাণ রক্ষা হয় যদিও তথাপি তিনি গুরুতর ভাবে আহত হন ।রাতেই তাকে মুকালমুরার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আঘাত গুরুতর হবার জন্য তাকে গুযাহাটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।এই আক্রমণে একাংশ বিজেপি কর্মী জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। বর্তমানে রাজেন ডেকা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।









কোন মন্তব্য নেই