পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, অভিযোগ রাজনাথের
ছবি, সৌ-ট্যুইটার.কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার কলকাতায় এক জনসভায় তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। গুণ্ডারাজ আর বন্দুকরাজ চলছে। আম জনতা সুরক্ষিত নয়। বিগত বাম জমানার মতো রাজ্যে অরাজকতা চলছে। তৃণমূল সরকার কেন্দ্রে সরকার উন্নয়নের জন্যে কোটি কোটি টাকা দিয়েছে। সব টাকা আত্মসাৎ করেছে তৃণমূল সরকার, এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মালদহের ইংলিশ বাজারে রাজনাথের জনসভা ছিল। সেখানে অন্য এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, মোদি নতুন এক হিন্দু ধর্ম আমদানি করেছেন। তাঁর অভিযোগ বিজেপি ভোটের বিনিময়ে দেদার টাকা বিলি করছে। তাঁর পরামর্শ, বিজেপি থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোটটি দিন। এদিন কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে রায়গঞ্জ, দার্জিলিং এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট হয়। সিপিএম নেতা মোহম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর হয়। বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী না থাকা বুথে রিগিং হয়েছে। সব বুথে বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
কোন মন্তব্য নেই