নগাঁও লোকসভা কেন্দ্ৰের লামডিংয়ে ভোটের হার ৭৫.৩৫ শতাংশ
স্বপন দাস, লামডিংঃ বৃহস্পতিবার দ্বিতীয় পৰ্যায়ের নিৰ্বাচনে অসমের পাঁচটি কেন্দ্ৰে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তার মধ্যে নগাঁও লোকসভা কেন্দ্ৰের অন্তৰ্গত লামডিংয়েও শান্তিপূৰ্ণ ভাবে ভোটদান সম্পূৰ্ণ হয়। বিকাল ৫ টা পৰ্যন্ত লামডিংয়ে ভোটের হার মোট ৭৫.৩৫ শতাংশ। রাজ্যের অন্যান্য কেন্দ্ৰের পাশাপাশি লামডিংয়েও কিছু কিছু ভোট কেন্দ্ৰে ইভিএম বিকল হওয়াতে বহু দেরি করে ভোটগ্ৰহণ প্রক্রিয়া শুরু হয়। লামডিংএ ভোটারদের উৎসাহ দেখা গেছে অনেক।
লামডিং কেন্দ্ৰের বিধায়ক শিবু মিশ্ৰ এবং তাঁর স্ত্ৰী মিরা মিশ্র লামডিং প্ৰণব বিদ্যাপীত বিদ্যালয়ে ২৩ নং ভোটগ্ৰহণ কেন্দ্ৰে ভোটদান করেন। অন্যদিকে, লামডিং নিউ কলণীর বাণী বিদ্যা মন্দিরের ৮ নং ভোট কেন্দ্ৰে দেখা যায় এক ব্যতিক্ৰমী ছবি। বন্দনা মিত্র নামের একজন ৭৮ বছরের বৃদ্ধ অসুস্থ মহিলা ভোট দিয়ে নিজের ভোটাধিকার সাব্যস্ত করেন। লামডিং ন্যাশনাল বিদ্যালয়ের ৩০ নং ভোটগ্ৰহণ কেন্দ্ৰে বিদুৎ না থাকার জন্য ভোটগ্ৰহণে অসুবিধা হয়। বিদুৎ নাথকায় মোমবাতি জ্বলিয়ে ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া চালিয়ে যেতে হয়।
লামডিং কেন্দ্ৰের বিধায়ক শিবু মিশ্ৰ এবং তাঁর স্ত্ৰী মিরা মিশ্র লামডিং প্ৰণব বিদ্যাপীত বিদ্যালয়ে ২৩ নং ভোটগ্ৰহণ কেন্দ্ৰে ভোটদান করেন। অন্যদিকে, লামডিং নিউ কলণীর বাণী বিদ্যা মন্দিরের ৮ নং ভোট কেন্দ্ৰে দেখা যায় এক ব্যতিক্ৰমী ছবি। বন্দনা মিত্র নামের একজন ৭৮ বছরের বৃদ্ধ অসুস্থ মহিলা ভোট দিয়ে নিজের ভোটাধিকার সাব্যস্ত করেন। লামডিং ন্যাশনাল বিদ্যালয়ের ৩০ নং ভোটগ্ৰহণ কেন্দ্ৰে বিদুৎ না থাকার জন্য ভোটগ্ৰহণে অসুবিধা হয়। বিদুৎ নাথকায় মোমবাতি জ্বলিয়ে ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া চালিয়ে যেতে হয়।
কোন মন্তব্য নেই