ভোট বর্জন করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্ৰফুল্ল কুমার মহন্ত
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত নাগরিকত্ব সংশোধনী বিল এর বিরোধিতা করে ভোট দান থেকে বিরত থাকলেন। নাগরিকত্ব সংশোধনী বিলকে নিয়ে নিজের সিদ্ধান্তে অটল তিনি। বলেন- নাগরিকত্ব সংশোধনী বিলটিকে অসমের জনগন বিরোধিতা করেছে। বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানানো হয়েছিল। তিনি আরও বলেন যে তিনি আগে থেকেই এই বিলের বিরোধিতা করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু বিজেপি সরকার এই বিলটি আনতে বদ্ধ পরিকর। তাই তিনি ভোট বৰ্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
কোন মন্তব্য নেই