ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসন জেতার জন্য বিজেপি উদগ্রীব
April 4, 2019
নয়া ঠাহর প্রতিবেদন, বালিপিপলা : ত্রিপুরার উপজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের দামছড়ায় এক জোরদার নির্বাচনি সভায় প্রধান অতিথি ছিলেন উপ-মুখ্যমন্ত্রী যিশু দেববর্মন। সাথে ছিলেন বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা। উপস্থিত ছিলেন পানিসাগর বিজেপি মন্ডল সভাপতি বিনয় ভূষণ দাশ, সম্পাদক বিশ্বজিৎ দেব ও সুরেন্দ্র রিয়াং প্রমুখ। উপ-মুখ্যমন্ত্রী যিশু দেববর্মণ সিপিএমের দূর্নীতি নিয়ে জোর আক্রমণ করেন। গতবার সিপিএমের সাংসদ জিতেন চৌধুরী উপজাতি সম্প্রদায়ের ছিলেন। উপ-মুখ্যমন্ত্রী সিপিএম
সাংসদের বিরুদ্ধেও একহাত নিলেন। এবার লোকসভায় পদ্মফুল ফোটাতে উদগ্রীব গেরুয়া শিবির। সভায় সিপিএমের 13 টি পরিবারের 41 জন সিপিএম থাকে বিজেপিতে যোগ দেন উপ-মুখ্য মন্ত্রীর উপস্থিতে। খেদাছড়াতেও উপ-মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থীকে নিয়ে কয়েকটি জনসভা করেন।









কোন মন্তব্য নেই