গুয়াহাটিতে রাজীব ভবনে এপিসিসি-র ইস্তাহার প্ৰকাশ
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আসন্ন লোকসভা নিৰ্বাচনের জন্য অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি বৃহস্পতিবার অতিরিক্ত বুকলেট সমেত ফের একবার দলীয় ইস্তাহার রিলিজ করল। এদিন রাজীব ভবনে পঞ্জাবের অৰ্থমন্ত্ৰী মনপ্ৰিৎ সিং বাদলের উপস্থিতিতে দলের ইস্তাহার প্ৰকাশ করেন এপিসিসি-র সভাপতি রিপুন বরা। অসমে কংগ্ৰেস ক্ষমতায় এলে শুদ্ধ এনআরসি-র আশ্বাস দিয়েছেন রিপুন বরা। প্ৰকৃত নাগরিক এনআরসি-র তালিকা থেকে বাদ যাবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি এও বলেছেন ‘ডি’ ভোটারের নামে কাউকে হেনস্তা করা হবে না। এছাড়াও রাজ্যে একাধিক সমস্যা সমাধানের প্ৰতিশ্ৰুতি রয়েছে কংগ্ৰেসের প্ৰকাশিত নিৰ্বাচনী ইস্তাহারে।









কোন মন্তব্য নেই