ধুবড়ির নিৰ্বাচনী জনসভা থেকে ফের মোদিকে তোপ মমতার
নয়া ঠাহর প্ৰতিবেদন, গৌরিপুরঃ ধুবড়ির ঝগরাপাড় ময়দানে শুক্ৰবার দুপুরে নিৰ্বাচনী জনসভায় যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও এনআরসি নিয়ে কেন্দ্ৰীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। বলেন- এনআরসি-র নামে অসমে মানুষদের হেনস্তা করা হচ্ছে। নিৰ্যাতনের হাত থেকে ডিটেনশন ক্যাম্পে থাকা শিশুরাও রেহাই পাচ্ছে না। অসমের জনতার বিপদের সময় আমরা এসেছিলাম কিন্তু বিমানবন্দরে দুৰ্ব্যবহার করে সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে। এনআরসিতে অসমের ৪০ লক্ষ মানুষের নাম বাদ পরেছে। এ নিয়ে কোনও দল সরব হয়নি। একমাত্ৰ আমরাই প্ৰতিবাদ করেছি। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শুধু মিথ্যে আশ্বাস দিচ্ছেন। পাঁচ বছরে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন বলে এদিন মন্তব্য করেন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়।









কোন মন্তব্য নেই