কংগ্রেস ২৪ ঘন্টা স্ট্রং রুমে পাহারা দেবে
অমল গুপ্ত, গুয়াহাটি : সারা বিশ্বের ১৯১ টি দেশের মধ্যে মাত্র ১৮ দেশর নির্বাচন অনুষ্ঠিত হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ, এনসিপি প্রধান এস পাওয়ার প্রমুখ ইভিএম এবং ভিভিপ্যাট-এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশের ২১টি দল দেশের নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবে।
আজ গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা সাংবাদিকদের একই অভিযোগ করে আশঙ্কা প্রকাশ
করে বলেন, কংগ্রেস সদস্যরা জেলা এবং মহকুমার প্রত্যেক স্ট্রং রুম ২৪ ঘন্টা পাহারা দেবে। তিনি দাবি করেন, কম পক্ষ্যে ৮টি থেকে ১০টি আসন লাভ করবে। এবার বিজেপির হাওয়া ছিল না। হিমন্তবিশ্ব শর্মা হতাশাগ্রস্ত হয়ে নেচে কুদে তা ঢাকার চেষ্টা করেন। ইভিএম এর গণনা সম্পকে বলেন, সব ভিভিপ্যাট-এর গননাও একই সঙ্গে করতে হবে। সভাপতি বরা বিজেপি সভাপতি অমিত শাহের নাগরিকত্ব বিল এবং এনআরসি সম্পর্কে মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, তিনি সুপ্রিমকোর্টের অবমাননা করেছেন। সংবিধানের অধিকারে হস্তক্ষেপ করেছেন। নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস অভিযোগ দাখিল করবে।








কোন মন্তব্য নেই