Header Ads

লাবানের সারদা মহিলা সমিতির বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন


শবরী চৌধুরী, শিলং: সারদা মহিলা সমিতি (শিলং,লাবান) সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শনিবার সমিতির সদস্যরা এক ফুড ফেস্টিভ্যালের  সাথে নতুন বছরকে স্বাগত জানাতে "বর্ষবরণ "অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে ছোট, বড়দের কে সঙ্গে নিয়ে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যায়। এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা যোগ দেয় ।এর সাথে সঙ্গতি রেখে আয়োজিত ফুড ফেস্টিভ্যালের বিভিন্ন রকমারী খাবার খেতে- খেতে নাচ, গান আবৃত্তি আলাপচারিতায় ছিল মহিলা সমিতির এক অভিনব প্রয়াস ।অনুষ্ঠানটি সবাই উপভোগ করেছে ।
উল্লেখ্য, যে রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্থানীয় বিধায়ক সম্বর সলই ছাড়াও এই অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।সমিতির সমস্ত সদস্যরা অতি সুন্দর ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.