Header Ads

বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে হাফলং প্রেস ক্লাবের উদ্যোগে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে চাড়াগাছ বিতরন

    


 বিপ্লব দেব, হাফলংঃ হাফলং প্রেস ক্লাবের উদ্যোগে এবং ডিমা হাসাও জেলার বন বিভাগের সহযোগিতায় সোমবার হাফলং থেকে ১২ কিলোমিটার দূরবর্তী ছনটিলা জওহর নবোদয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরন করা হয়। হাফলং প্রেস ক্লাবের সভাপতি বলেন বিশ্ব পৃথিবী দিবসের অঙ্গ হিসেবে সবুজ বিদ্যালয় স্বচ্ছ বিদ্যালয় গড়ার লক্ষ্য নিয়ে সোমবার হাফলং জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের ফলের গাছের চারা সহ অনান্য গাছের চারা বিতরন করা হয়। অনুপ বিশ্বাস বলেন সবুজ বিদ্যালয় ও স্বচ্ছ বিদ্যালয় গড়া ও ছাত্রছাত্রীদের বৃক্ষ রোপনের সজাগতা আনতে  হাফলং প্রেস ক্লাব এই কর্মসূচী হাতে নিয়েছে। এবং জেলার প্রত্যেক বিদ্যালয়ে এই কর্মসূচী অনুসারে গাছের চারা বিতরন করা হবে আগামী দিনে। সোমবারের অনুষ্ঠানে অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন হাফলং প্রেস ক্লাবের সম্পাদক বিপ্লব দেব কোষাধ্যক্ষ পঙ্কজ কুমার দেব সাংগঠনিক সম্পাদক সদেব হাসামসা সদস্য পঙ্কজ তিমুং সুরজ বর্মন জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ রামঅবতার বাডরাক ও স্কুলের শিক্ষক শিক্ষিকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.