নাগরিক সভা অনুষ্ঠিত করিমগঞ্জে
করিমগঞ্জ, নয়া ঠাহর: আজ করিমগঞ্জ প্রশান্তি লজে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থয়ের আহ্বানে শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় করিমগঞ্জ শহরে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনায় নাগরিকবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে সর্বাবস্থায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে ব্যাপারে জেলার প্রতিজন নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়।
করিমগঞ্জ শহরে কিছু সংখ্যক দুষ্কৃতি দ্বারা শহরের শান্তির পরিবেশ যেভাবে বার বার নষ্ট করা হয় তার কারন ও স্থায়ী সমাধান নিয়ে বিভিন্ন প্রস্থাব তুলে ধরেন উপস্থিত বিভিন্ন বক্তারা। অতিরিক্ত পুলিশ সুপার উনার বক্তব্যে এ ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছেন তা বিস্তৃত ভাবে তুলে ধরেন এবং জেলায় শান্তি শৃঙ্ক্ষলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। সভায় এব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য একটি কমিটি গঠন করা হয়।
সুহাস রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্টিত এই সভায় বক্তব্য রাখেন কমলাক্ষ দে পুরকায়স্থ , অধ্যাপক শংকর দত্ত , নির্মল দাস , তুষার দাস , রামেন্দ্র ভট্টাচার্য , মিহির দেব নাথ, অধ্যাপক সব্যসাচী রায়, শ্যামা পাল, মন্দিরা নন্দী, আব্দুল মুক্তাদির চৌধুরী , রাহুল চক্রবর্তী , লোফামূদ্রা চৌধুরী , হাবিবুর রহমান চৌধুরী , আব্দুল কালাম তাপাদার , সেলিম আহমদ আব্দুল আজিজ , অরুনংশু ভট্টাচার্য প্রমুখ। সকল বক্তাই শহরে শান্তি শৃঙ্ক্ষলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শহরের সুশীল সমাজকে দায়িত্ব সহকারে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসঙ্গে পুলিশ প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার নাকরে নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করার আহ্বান জানান।








কোন মন্তব্য নেই