বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে হিন্দু নির্যাতনের ঘটনা
নয়া ঠাহর প্রতিবেদন: ভারতের প্রতিবেশী বন্ধু বাংলাদেশে শেখ হাসিনার সরকার থাকা সত্ত্বেও সে দেশে হিন্দুদের ওপর ধারাবাহিক অত্যাচার চলছে। গত এক সপ্তাহে প্রায় ৫০টি জায়গায় ঘর-বাড়ি ভাঙচুর, হত্যা, ধর্ষণ, লুটপাটের মতো জঘন্য ঘটনার কথা জানিয়েছেন বাংলাদেশের হিন্দু নেতারা।
২৬ এপ্রিল ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে সংশ্লিষ্ট নেতারা অভিযোগ করে বলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখানে সেতু মণ্ডল নামের এক ছাত্রীকে কয়েকজন দুষ্কৃতী সারারাত ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। এত অত্যাচার সহ্য করতে না পেরে অপমানিত হয়ে সে গত ১১ এপ্রিল সে আত্মহত্যা করে। 'দৈনিক যুগশঙ্খ' পত্রিকায় এ খবর প্রকাশের পর এ দেশে ব্যাপক প্রতিক্রীয়ার সৃষ্টি হয়।
সে দিনের সভায় হিন্দু মহাজোটের সভাপতি আইনজীবী উজ্জ্বল কুমার মণ্ডল, বরুণ সেন, গোপাল পাল, দীনবন্ধু রায় প্রমুখ অংশ নেন। তাদের অভিযোগ, দেশের সুনামগঞ্জ, সাতখিরা, চাঁদপুর, হাজীগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্যগ্রাম প্রভৃতি হিন্দু অধ্যুষিত অঞ্চলে নিত্যদিনই চরম অত্যাচারের শিকার হন মানুষ।








কোন মন্তব্য নেই