Header Ads

নিজের পুরানো ছাত্রাবাসে এসে নস্টালজিক হলেন তরুণ গগৈ


দেবযানী পাটিকর, গুয়াহাটি : যে কোনো মানুষের কাছেই ছাত্র জীবন স্মরণীয়। ছাত্র জীবনের মিষ্টি অনুভব জীবন পর্যন্ত মানুষের মনে থেকে যায়।সেই ছাত্রজীবনের অনেকটা সময় ছাত্রাবাসে কাটানো পর সেই ছাত্রাবাসের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে উপস্থিত হয়ে নস্টালজিক হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।
উল্লেখনীয় যে গোহাটি বিশ্ববিদ্যালয়ের লোক বন্ধু ড০ ভুবনেশ্বর বড়ুয়া ৪ নম্বর ছাত্রাবাসের হীরকজয়ন্তী সমারোহ শুরু হয়েছে শনিবার। এই অনুষ্ঠানের মুখ অতিথিরূপে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাত্র জীবনের ফেলে আসা সেই পুরনো দিনের কথা বার -বার মনে করে তিনি বলেন যে তার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল এই ছাত্রাবাসের কোঠা থেকে ।এখান থেকেই তিনি তার রাজনীতি জীবন প্রথম শুরু করেন ।এছাড়াও ভাষা আন্দোলনের সময় এই হোস্টেলের থেকেই কী ভাবে তিনি তার সাথীদের সাথে সক্রিয় রূপে ভাগ নিয়েছিলেন সে কথা তিনি অকপটে বলেন । 
তিনি বলেন যে এই ছাত্রাবাস থেকেই ছাত্র সংগঠনের শুরু করেছিলেন সেজন্য এই ছাত্রাবাস তার জীবনের  অনেক বড় জায়গা দখল করে আছে এবং এর কথা তিনি কখনো ভুলতে পারবেন না। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে তিনি বিশ্ববিদ্যালয়ের কথা, তার পড়াশোনার কথা এবং ছাত্র জীবনের অনেক সুন্দর স্মৃতির কথা, অনুভব ও আরো অনেক অজানা কথা তিনি বর্তমানের ছাত্র ছাত্রীদের সঙ্গে ভাগ করলেন ।তিনি আরো বলেন যে তার ছাত্র জীবনের শেষ হয়েছিল এই হোস্টেলই।আজ  তিনি খুব খুশি  যে আজকের দিনে ছাত্রবাসের হীরকজয়ন্তী সমারোহে  তাকে মনে রেখেছে ছাত্রছাত্রীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে দেখে উল্লসিত হয় ছাত্রাবাসের বর্তমান ছাত্র ছাত্রীরা  উল্লেখ্য যে এই ছাত্রাবাসের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে সাহিত্য সম্পর্কিত আলোচনা ,সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.