নায়ক অনিল কাপুর হয়ে মদ বিরোধী অভিযানের নেতৃত্বে
চার্বাক দেব, বদরপুরঃ বলিউডের বিখ্যাত অভিনেতা অনিল কাপুরের সুপারহিট সিনেমা নায়কের স্ক্রিপ্ট যেন ফিরে এল কালাইনের অখ্যাত এক চা বাগানের মদ বিরোধী অভিযানের প্রেক্ষাপটে। সিনেমায় অনিল কাপুর একদিনের জন্য মুখ্যমন্ত্রী হন সরকারি ব্যাবস্থার নিষ্ক্রিয়তাকে দূর করার জন্য। ঠিক এরূপ এক ঘটনা ঘটালো কালাইন চা বাগানের ফাঁড়ির কোনাপাড়ার বছর ২২ এর যুবক সুমন নায়ক। যেমন নাম তেমনি নায়োকচিত কাজ। জেলা প্রসাশনের কোনো সাহায্য ছাড়াই পুরো বাগান এলাকাকে মদ মুক্ত করার সংকল্প নিয়েছে বরাকের এ অনিল কাপুর। ইতিমধ্যে সুমন কোনাপাড়া বাগানে ১৭ থেকে ১৮টি অবৈধ চোলাই মদের কারখানা ভেঙে চুরমার করে দিয়েছে। সুমনের বন্ধুবান্ধবরা এ কাজে সাহায্য করতে এগিয়ে এসেছে। এলাকার ছোট বাচ্চারা শিশুকালেই মদাসক্ত হয় এরূপ অবৈধ মদের দোকানের দরুন । তাছাড়া, বাগানের বয়স্করাও প্রায়ই অকালে প্রাণ হারান। এই চোলাই মদের নেশাগ্রস্ত হয়ে ছোটরা বড়দের আর সম্মান করে না। এই সব সামাজিক কারণেই সুমন পুরো এলাকাকে মদমুক্ত করার এক দৃঢ় সংকল্প নিয়েছে। আবগারী বিভাগ ও স্থানীয় এলাকাবাসীর সাহায্য পেলে সে এলাকার বাকি অবৈধ চোলাই মদের কারখানা রয়েছে, সেগুলোরও অতি শীগ্রে সাফায়া করতে পারবে বলে দাবি করে নায়ক। গোলাঘাটের সম্প্রতিক মর্মান্তিক ঘঠনার পুনরাবৃত্তি যাতে এ অঞ্চলে না ঘটে তার এক পরিকল্পনা নিয়ে সে মাঠে নেমেছে। রাজ্যের আবগারি মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য আমলাতন্ত্রের সহায়তার হাত অতি শীগ্রেই বাড়িয়ে দেবেন বলে এলাকাবাসীদের বিশ্বাস।









কোন মন্তব্য নেই