ডিমা হাসাওয়ে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত করতে ৫ কোম্পানি সিআরপিএফ, ৯ কোম্পানি আসাম পুলিশ ব্যাটেলিয়ন মোতায়েন
বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলায় দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ এপ্রিল ভোটের জন্য ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রের জন্য মোট ১ হাজার ১৬০ জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়া ভোটের জন্য ৬৭ টি সেক্টর অফিসার ও ১৩ জন জোনাল অফিসার নিযুক্তি দেওয়া হয়েছে। এবং ডিমা হাসাও জেলায় শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণ করার লক্ষ্যে ৬৭ টি পুলিশ সেক্টর ১১ টি জোন তৈরি করে ৫ কোম্পানি সিআরপিএফ বাহিনী ও ৯ কোম্পানি আসান পুলিশ ব্যাটেলিয়ান সহ মোট ১২০০ নিরাপত্তা রক্ষী থাকবে ভোটের দায়িত্বে। তাছাড়া লোকসভা নির্বাচনের জন্য ২০০০ হাজার কর্মী অনান্য কাজের জন্য নিয়োগ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অমিতাভ রাজখোয়া। ইলেকশন ডিউটি সার্টিফিকেট ও পোষ্টাল ভোটের জন্য ১৫ জন কর্মী নিয়োগ করা হয়েছে। ৩৫৭ জন ভোটকর্মী ইলেকশন ডিউটি সার্টিফিকেইট (ইডিসি)-র জন্য আবেদন করার পাশাপিশি ২২৫ জন ভোটকর্মী ইতিমধ্যে পোষ্টাল ভোটের জন্য পোষ্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। ১২০ জন ভোটকর্মী যারা ডিমা হাসাও জেলায় কর্মরত কিন্তু তাদের ভোট রয়েছে অন্য জেলায় তারা পোষ্টাল ভোটের জন্য আবেদন করেছেন। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে ৩ নম্বর ডিফু লোকসভা তফশিলী উপজাতি সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল থেকেই ডিমা হাসাও জেলার দূর দূরান্তের ভোটকর্মীরা নিজেদের গন্তব্যের উদ্দ্যশ্যে রওনা হবেন বলে জানা গিয়েছে।









কোন মন্তব্য নেই