মা কামাখ্যা মন্দিরে চলছে নবরাত্ৰি উৎসব, সাজানো হয়েছে রকমারি ফল দিয়ে
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ নীলাচল পাহাড়ের শক্তিপীঠ কামাখ্যা ধামে শুরু হয়েছে চৈত্র মাসের নবরাত্রি উৎসব। এই চৈত্র নবরাত্রি কামাখ্যা মন্দিরে অন্যতম একটি প্রধান উৎসব। এই উপলক্ষে দেশ-বিদেশের হাজারো ভক্ত মন্দিরে ভিড় জমিয়েছেন। মঙ্গলবার চতুর্থ দিনেও কামাখ্যা মায়ের মন্দিরে দেখা গেল প্ৰচুর ভক্তের ভিড়। সেই ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তের আসা শুরু হয়, সন্ধ্যা বেলা মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও মন্দির চত্ত্বরে এবং আশপাশে এলাকায়ে ভক্তদের ভিড় থেকেই যায়। গত ৬ এপ্রিল শনিবার থেকে কামাখ্যা ধামে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি উৎসব। চলবে ১৪ এপ্রিল অর্থাৎ রবিবার পর্যন্ত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রত্যেক বছর চৈত্র মাসের প্রথম দিন থেকেই নববর্ষের শুরু হয়ে যায় এর সাথে এই দিন থেকেই চৈত্র নবরাত্রির শুরু হয়ে যায়। নবরাত্রির সময় মা দুর্গার নয়টি রূপের পূজা করা হয় মন্দিরে। বছরে দু’বার নবরাত্রি উৎসব পালিত হয়। যা চৈত্র নবরাত্রি ও শারদীয় নবরাত্রি নামে সৰ্বজন পরিচিত। কামাখ্যা ধামে এবার চৈত্র নবরাত্রি সময়ে প্রথমবার মন্দিরের সাজসজ্জা কিছুটা অন্যরকম করে তোলা হয়েছে। ভক্তদের আকর্ষণ করতে মন্দিরের একটা অংশকে সাজানো হয়েছে বিভিন্ন রকমের ফল দিয়ে। কি নেই মন্দিরের সাজসজ্জায়? আপেল, কমলা, ন্যাশপাতি, বেদানা, কলা সব মিলিয়ে হাজার কিলোগ্ৰাম ফলের ব্যবহার করা হয়েছে। আর তাই দেখতে অন্যান্য বছরের তুলনায় প্রত্যেক বছর কামাখ্যা ধামে নবরাত্রি উৎসবের সময় মন্দিরকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। মন্দিরের মুখ্য অংশে লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে এবং মন্দিরের বাইরের অংশকে গেদা সমেত অন্যান্য বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে। কামাখ্যা ধামে এই প্রথমবার ফল দিয়ে সাজানো মন্দির দেখতে ভিড় করেছে লোক, মন্দির দৰ্শন করতে এসে সকলেই ব্যস্ত হয়ে পড়েন একটা সেলফি তুলতে। কামাখ্যা ধামে নবরাত্রির একটি বিশেষ মহত্ব রয়েছে। নবরাত্রির ন’টা দিন ভীষণ পবিত্র বলে লোক বিশ্বাস রয়েছে। এই সময় ভক্তেরা মা দুর্গার নয়টি রূপের আরাধনা করে মায়ের কাছে আশীর্বাদ কামনা করেন। লোক বিশ্বাস যে এই নয় দিনে মা দুর্গার পুজো অর্চনা করলে মনের ইচ্ছে পূৰ্ণ হয়।










কোন মন্তব্য নেই