Header Ads

বিজেপি পুনরায় ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হবেঃ প্রধানমন্ত্রী

 

 বিপ্লব দেব, হাফলংঃ এ যেন জন সমুদ্র। শিলচর রামনগর বাইপাস সংলগ্ন মাঠে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা কার্যত এক জনসমুদ্রে পরিণত হয় বৃহস্পতিবার। সবার মুখে মুখে একই কথা আবার একবার মোদি সরকার। শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডঃ রাজদীপ রায় ও করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে বিজয় সংকল্প সমাবেশে শিলচর রামনগর বাইপাস সংলগ্ন মাঠে উপস্থিত হয়ে বিশাল জনসমুদ্র দেখে আপ্লুত হয়ে বলেন আপনাদের এই ভালবাসা সুদ সমেত ফিরিয়ে দেব।  এদিন শিলচর রামনগর বাইপাস সংলগ্ন মাঠে প্রায় কয়েক লক্ষাধিক জনতার উপস্থিতিতে নরেন্দ্র মোদি কংগ্রেস দলের তীব্র সমালোচনা করে জনতার কাছে ভোট চেয়ে বলেন কংগ্রেস ও এআইইউডিএফ-য়ের মিলাবটদের ভোট দিলে নির্ঘাত বিপদ বাড়বে। তাই শিলচর ও করিমগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়ী করে দেশকে সুরক্ষার পথে নিয়ে যেতে নরেন্দ্র মোদি হাত শক্ত করার জন্য জনতার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন চায়ের নাম শুনলেই কংগ্রেস দল জ্বলে পুরে ওঠে তিনি কংগ্রেস দলকে কটাক্ষ করে বলেন মুখে সোনার চামুচ নিয়ে থাকা কংগ্রেসের নেতারা চায়ের স্বাদ কি বুঝবেন। তিনি বলেন কংগ্রেস দলের নেতা মা ও ছেলে এখন জমিনে রয়েছেন। নরেন্দ্র মোদি বলেন কংগ্রেসের নেতার কাছ থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হচ্ছে যা আপনারা টেলিভিশনে দেখেছেন।  কংগ্রেসের দুর্নীতির জন্যই উত্তর পূ্র্বাঞ্চল এতদিন উন্নয়নের দিক থেকে পিছিয়ে ছিল তবে বিজেপি-র পাঁচ বছরের শাসনকালে উত্তর পূর্বের জন্য অনেক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে বলে উল্লেখ করে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আয়ুষ্মান ভারতের অধীনে ৫ লক্ষ টাকার চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হয়েছে উজ্জ্বলা যোজনার অধীনে রন্ধন গ্যাস প্রদান করা হয়েছে এমনকি ব্রজগেজ সম্প্রসারনের কাজ সম্পূর্ণ করে এ অঞ্চলকে রাজধানী ও দেশের অনান্য অংশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তাছাড়া শিলচর-সৌরাষ্ট্র ইষ্ট-ওয়েষ্ট করিডর নির্মানের কাজে গতি এসেছে। নরেন্দ্র মোদি বলেন পুনরায় বিজেপি ক্ষমতায় ধর্মীয় নির্যতনের বলি হয়ে ভারত মায়ের কাছে আশ্রয় নেওয়া শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে আর এনিয়ে বিজেপি দল দায়বদ্ধ। নরেন্দ্র মোদি বলেন কংগ্রেসের নেতারা আমাকে শৌচালয়ের চৌকাদার বলে গালি গালাজ করে। কিন্তু আমি খুশি যে আমি দেশের মহিলাদের চৌকিদার হতে পেরেছি বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। এদিন নরেন্দ্র মোদি শিলচরে বিজেপি-র বিজয় সংকল্প সমাবেশে নিজের ভাষনে পাঁচগ্রাম পেপার মিল নিয়ে একটি কথা ও ব্যয় করেন নি। নরেন্দ্র মোদি শিলচরে উপস্থিত হওয়ার আগে কাছাড় পেপার মিলের শ্রমিক সংগঠন শিলচর রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন। মোদির সমাবেশের আগে পাঁচগ্রাম পেপার মিলের শ্রমিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করার সময় এদের রেল স্টেশনে আটক করা হয়। এদিন সমাবেশের প্রথমে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বাংলা নববর্ষ ও বিহুর শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.