রাজ্যে শান্তিতে সম্পন্ন হলো তৃতীয় এবং অন্তিম পর্যায়ে ভোটদান
দেবযানী পাটিকর গুয়াহাটি : শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোট দান। মঙ্গলবার ভোট দান করলেন বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সকলেই। ওদিকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গুয়াহাটিতে ৭৮.৭৫শতাংশ ভোটদান হয়েছে। সবচেয়ে উপরে রয়েছে ধুবরী যেখানে ৮১.২৯শতাংশ, বরপেটাতে ৭৭.৬৫ শতাংশ ও কোকরাঝাডে সবচেয়ে কম ৭৬.১৬ শতাংশ ভোট দান হয়েছে
রাজ্যের কিছু কিছু ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিন বিকল থাকার ফলে অনেক সময় পর্যন্ত লোকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। লাচিতনগরের একটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটারের নাম না থাকাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিএলওর গাফিলতির ফলে এই অঞ্চলের অনেক লোকের নাম ভোটার তালিকা আসেনি। ফলে যারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন এবার তাদের তালিকায় তাদের নাম নেই ।ফলে লোকেরা ক্ষুব্ধ হয়ে পড়েছে। অথচ তাদের সবারই ভোটার কার্ড রয়েছে।
ওদিকে ৭ নং গুয়াহাটি লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী কুইন ওজা উলুবাড়ির লাচিত নগরের প্রাথমিক বিদ্যালযয়ে সকাল ৭ টাতে ভোট দান করেন । ভোট দান করে তিনি বলেন যে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবে বিজেপি এ নিয়ে তিনি নিশ্চিত।
মঙ্গলবার ৪ টা সমষ্টিতে হয়েছে ভোটগ্রহণ হয়। যথাক্রমে ধুরড়ি, কোকরাঝাড়, বরপেটা ও গুয়াহাটিতে। ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে। সবকটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা বাহিনী। ভোট দান করলেন কংগ্রেসের রিপুন বরা, দেবব্রত শইকীয়া, বিটিসি প্রধান হাগ্রমা মহিলারি, প্রমিলা রানী ব্রহ্ম, ভোট দিলেন বুদ্ধিজীবী ডo হীরেন গোহাই, সাহিত্যিক রত্ন ওজা, অসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য ,আমিনগাঁও তে ভোটদান করেন স্বপত্নী হিমন্ত বিশ্ব শর্মা । মার সাথে ভোট দিলেন পাপন অঙ্গরাজ মহন্ত-,বর্ষা রানী বিষয়া, স্বপত্নী জুবিন গর্গ।
আমিনগাঁওয়ের একটি ভোট গ্রহণ কেন্দ্রতে ভোট গ্রহণ চলতে থাকার সময় প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়ে । উচ্চ রক্তচাপের জন্য তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং এর পরিবর্তে নতুন প্রিজাইডিং অফিসার কে নিয়োগ করা হয়। ভোটাধিকার সাব্যস্ত করতে এসে ভোটকেন্দ্রে করুণ মৃত্যু হয় রং জুলির এক মহিলার। চাপর, নগ্রীজুলি,বরপেটা রোডের ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে পরে নির্বাচনী।অধিকারী। তৃতীয় পর্যায়ে ভোটগ্রহণ ছিল খুবই গুরুত্বপূর্ণ ।বিপুল সংখ্যক লোক ভোট দান করার জন্য এগিয়ে আসে। নগরের পাণ্ডু কলেজকে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ভোটগ্রহণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার থেকে পুলিং অফিসাররা সবাই মহিলারা ছিলেন ।মহিলারা এই দায়িত্বপূর্ণ কাজ করতে উৎসাহ দেখিয়েছেন।
নতুন প্রজন্মের ভোটাররা ভোট দান করতে অনেক উৎসাহ দেখিয়েছেন ।যদিও কোন কোনো স্থানেবিএলওর গাফিলতির ফলে নতুন ভোটারদের নাম না আসার ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ভোট দান করেন। এদিন দুটোর সময় দিল্লি থেকে গুয়াহাটি বড়ঝাড় বিমানবন্দরে উপস্থিত হন সপত্নী মনমোহন সিং। ২২৭নং দিসপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোট দান করেন ডঃ মনমোহন সিং ও তাঁর পত্নী গুরচরণ কাউর ।এর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই এই ভোটকেন্দ্রে ভোট দান করে আসছেন প্রাক্তন প্রধান মন্ত্রী তথা আসামে রাজ্যসভার সাংসদ মনমোহন সিং ।ভোট দান করার পরে তিনি সরুমটরিয়ার ভাড়া করে চলে যান।
ভোটাধিকার সাব্যস্ত করল রাজ্যের তৃতীয় লিঙ্গের লোকেরা ।পান্ডুর হিন্দি বিদ্যামন্দির স্কুলের ভোটকেন্দ্রে ভোটাধিকার সাব্যস্ত করল বিধান বড়ুয়া । তৃতীয় লিঙ্গের জন্য কোন লাইন না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিধান ।পরে নির্বাচন আয়োগের সাথে যোগাযোগ করে তৃতীয় লিঙ্গের জন্য পৃথক লাইন করে বিধান বড়ুয়া।












কোন মন্তব্য নেই