Header Ads

ভূমিকম্পের পূর্বাভাস যন্ত্ৰ আবিষ্কারে অসম তনয়ের অবদান

 স্বপন দাস, লামডিংঃ এবার থেকে ভূমিকেম্পর পূর্বাভাস পাওয়া যাবে ৪৮ঘণ্টা আগেই। বহু বিজ্ঞানীর না পারা এই  কাজ সফল করেছে মাত্ৰ ১৭ বছরের বয়সী অসম সন্তান ৷  হ্যা শুনাতে কাল্পনিক লাগলেও কিন্তু এটাই সত্যি। লামডিঙের তন্ময় চক্ৰবৰ্তী নিৰ্মাণ করেছে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারা এই যন্ত্ৰ ৷ ভূমিকম্প আসার ৪৮ ঘন্টা আগেই  এই যন্ত্ৰ তথ্য দিয়ে দেবে। এই যন্ত্ৰ নিৰ্মাণের জন্য NASA থেকে তন্ময়কে আমন্ত্ৰণ করা হয়েছে । লামডিং হরুলংফারের নিবাসী বাপন চক্ৰবৰ্তী এবং টপা চক্ৰবৰ্তীর পুত্ৰ তন্ময় ৷ লামডিং কেন্দ্ৰীয় বিদ্যালয়ের থেকে ২০১৭ বৰ্ষে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় উত্তীৰ্ণ হয়। তার পর তন্ময় বিশ্বাখাপাট্টনামে বিকাশ বিদ্যানিকেতনে অধ্যয়ন করতে যায়।
ছোট বেলা থেকেই তন্ময়ের বহু প্ৰতিভা ছিল। এর আগেও তন্ময়ে রাষ্ট্ৰীয় পৰ্যায়ে বহু পুরস্কার পেয়েছে। অবশেষে তন্ময়ের এই আবিষ্কার পরিবারের সাথে  সমগ্ৰ লামডিংবাসীকে গৰ্বিত করেছে।  লামডিং কেন্দ্ৰীয় বিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰী ও শিক্ষকদের মধ্যও তন্ময়ের সফলতায় আনন্দ উৎসাহ দেখা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.