আবদুল মুহিব মজুমদারের আত্মজীবনীমূলক বই 'ডাউন দি মেমোরি লেন' সিরিজের তৃতীয় চতুর্থ খন্ড উন্মোচন
নয়া ঠাহর, গুয়াহাটি : প্রাক্তন মন্ত্রী ও আইনজীবী আব্দুল মুহিব মজুমদারের আত্মজীবনীমূলক সিরিজের তৃতীয় ও চতুর্থ খন্ড উন্মোচন করা হয়।
সোমবারে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে উলুবারীস্থিত আরজি বড়ুয়া স্টেডিয়ামে নর্থইস্ট রাইটার্স ফোরামের অফিসে এই বইয়ের উন্মোচন করেন কেরালা হাইকোর্টের চিফ জাস্টিস ঋষিকেশ রায়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন গৌহাটি হাইকোর্টের চিফ জাস্টিস এএস বোপন্না। এই আত্মজীবনীমূলক বইয়ে এএম মজুমদার আসামের রাজনৈতিক ও সামাজিক সহ বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেছেন। এই অনুষ্ঠানে গৌহাটি হাইকোর্টের বিচারপতি, সাহিত্যিক এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই বইটি প্রথম ও দ্বিতীয় খন্ড আগেই উন্মোচন করা হয়।








কোন মন্তব্য নেই