Header Ads

কাজিরঙায় খড়্‌গ কাটা গণ্ডারের কঙ্কাল উদ্ধার



 প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আবার গণ্ডার হত্যা। আবার সেই রাষ্ট্রীয় উদ্যান কাজিরাঙাতেই। তবে আজ নয়। রবিবার একটি গণ্ডারের কঙ্কাল উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। গণ্ডারটির খড়্‌গ কাটা ছিল। পাশে ৫টি কার্তুজও পাওয়া যায়। মাসখানেক আগে কাজিরাঙার কোহরা বনাঞ্চলে গণ্ডারটিকে দুষ্কৃতীরা মেরেছে বলে প্ৰাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানে বিপন্ন প্রজাতির গণ্ডার হত্যা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। কারও কোনও উদ্বেগ নেই। বন বিভাগ নির্বিকার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.