Header Ads

নিৰ্বাচনের সময় অসমে ৯০ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবেঃ ডিজিপি কুলধর শইকিয়া

 
ছবি, সৌঃ জিপ্লাস
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ডিজিপি কুলধর শইকিয়া সোমবার সাংবাদিক সম্মেলনে বলেছেন নিৰ্বাচনের সময় রাজ্যে ৯০ আধা সামরিক কোম্পানি মোতায়েন করা হবে। ইতিমধ্যেই অতিরিক্ত ৩৩ কোম্পানি এসে পৌঁছেছে। এনআরসির কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে নিয়ে আসা হবে না। তারা এনআরসি-র কাজেই নিয়োজিত থাকবেন। রাজ্যে বেআইনী অস্ত্ৰশস্ত্ৰের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এখনও পৰ্যন্ত প্ৰায় ৫ হাজারের মতো বন্দুক, পিস্তল জমা পরেনি। অস্ত্ৰশস্ত্ৰ এবং বেআইনী কাৰ্যকলাপ ঠেকাতে কড়া ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। সোমবার স্যোশাল মিডিয়াতে বেআইনীভাবে আপত্তিকর মন্তব্য তথা খবরাখবর প্ৰচারে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে সাইবার ক্ৰাইম ব্ৰাঞ্চকে সক্ৰিয় করা হয়েছে। তিন দফার নিৰ্বাচনে মোট ১২৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এদিন তিনি আরও জানান স্পৰ্শকাতর এলাকায় যেকোনও ধরনের বেআইনী কাৰ্যকলাপ রুখতে পুলিশ নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.