Header Ads

হাফলঙে অটোরিস্কা দূর্ঘটনায় গুরুতর আহত ৩


 বিপ্লব দেব, হাফলংঃ হাফলঙে এক সড়ক দূর্ঘটনায় গুরতর ভাবে আহত হলেন একই পরিবারের তিনজন যাত্রী সহ মোট পাঁচজন। সোমবার সকালে হাফলং মহাদেব টিলার পাশে একটি অটো রিস্কা গভীর খাদে পড়ে গেলে চিংগি রংমাই (৩৮), মাচুন রংমাই (২৬,সোনিয়া রংমাই (১৫) গুরুতর ভাবে আহত হন। জানা গেছে সোমবার সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ বাগেটার থেকে নিউহাফলং স্টেশন যাওয়ার পথে মহাদেব টিলার কাছে এক স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে এএসসি০১৪০ নম্বরের অটোরিস্কাটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে অটোরিস্কার চালক নীলবাহাদুর ছেত্রী ও আহত হয়। একই পরিবারের তিন সদস্য শিলচর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে অটোরিস্কাটি দূর্ঘটনার কবলে পড়ে। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ অকূস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তিন যাত্রীর চিকিৎসা চলছে হাফলং সরকারি হাসপাতালে। তবে অটো চালক অন্য আরেক যাত্রীর আঘাত গুরুতর না হওয়ায় এদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.